দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর স্মৃতি বিজড়িত বীমা পরিবার থেকে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা ষ্মার্ট বাংলাদেশের রূপকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গঠিত জাতীয় সংসদে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)-এর পক্ষ থেকে বুধবার ৬ মার্চ ২০২৪ তারিখ সন্ধ্যা ৭:০০ টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের রুপসী বাংলা বল রুমে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ফরিদুন্নাহার লাইলী, এমপি; বেষ্ট লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক ড. নাদিয়া বিনতে আমিন, এমপি; তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান ও পরিচালক ড. আনোয়ার হোসেন খান এমপি; ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ-এর চেয়ারম্যান, আলহাজ¦ মোঃ সাঈদ খোকন, এমপি; যমুনা লাইফ ইন্স্যুরেন্সের পৃষ্ঠপোষক জনাব গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক, এমপি; সোনার বাংলা ইন্স্যুরেন্সের সাবেক পরিচালক জনাব এ কে আজাদ, এমপি; ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান জনাব মোর্শেদ আলম,এমপি; বেষ্ট লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মেজর জেনারেল আব্দুল হাফিজ মল্লিক (অবঃ), এমপি; দেশ জেনারেল ইন্স্যুরেন্সের পরিচালক জনাব আমির হোসেন আমু, এমপি; সন্ধানী লাইফ ইন্সুরেন্সের উপদেষ্টা জনাব আহসানুল ইসলাম টিটু, এমপি; পূরবী জেনারেল ইন্স্যুরেন্স-এর উদ্যোক্তা পরিচালক জনাব মোঃ নজরুল ইসলাম চৌধুরী, এমপি । দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বীমা খাত থেকে মোট ২৭ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ১ জন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, ৪ জন মন্ত্রী, ২ জন প্রতিমন্ত্রী এবং বাকী ২০ জন সংসদ সদস্য।
বীমা কোম্পানীর চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, পরিচালক এবং মুখ্য নির্বাহী কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ ছাড়াও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ৩ জন সম্মানিত সদস্য উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিআইএ-এর প্রথম ভাইস-প্রেসিডেন্ট জনাব নাসির উদ্দিন আহমেদ (পাভেল)। অনুষ্ঠানে সংবর্ধিত সম্মানিত সংসদ সদস্যবৃন্দকে বীমা শিল্পের উন্নয়নে ও বীমা ভাবমুর্ত্তি বৃদ্ধি করার জন্য সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
জনাব আহসানুল ইসলাম টিটু, এমপি, মাননীয় বাণিজ্য প্রতিমন্ত্রী বীমা শিল্পে দীর্ঘদিন সংযুক্ত ছিলেন। তিনি বিআইএ-এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে একসময় দায়িত্ব পালন করেছেন। তিনি তাঁর বক্তব্যে বীমা শিল্পের অতীত এবং বর্তমান অবস্থার বিষয়ে আলোকপাত করেন।
জনাব মোজাফ্ফর হোসেন পল্টু, চেয়ারম্যান, ইউনিয়ন ইন্স্যুরেন্স সমাপনী বক্তব্য প্রদান করে সকল অতিথিবৃন্দকে বীমা শিল্পের উন্নয়নে একযোগে কাজ করার আহবান জানান।
জনাব শেখ কবির হোসেন, প্রেসিডেন্ট, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি সংবর্ধিত মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যবৃন্দকে ক্রেষ্ট প্রদান করে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। অনুষ্ঠান শেষে সভাপতি মহোদয় সকল অতিথিকে নৈশভোজে আমন্ত্রণ জানান।